আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভাল আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিনিময় ব্যবহার করবেন। বিনিময় কি?, বিনিময় ব্যবহার করতে হলে আপনাকে কি কি করতে হবে, বিনিময় ব্যবহারের নিয়ম কানুন এবং বিনিময়ে ব্যবহার করে কিভাবে বিকাশ থেকে রকেট, রকেট থেকে বিকাশ অথবা বিকাশ থেকে বিভিন্ন ব্যাংকে আপনারা লেনদেন করবেন। এবং বিনিময় ব্যবহার করতে হলে আপনাদের কত চার্জ দিতে হবে ইত্যাদি বিষয়গুলো।
বিনিময় কি?
বিনিময় হলো একটি ইন্টারঅপারেটেবল ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম। যার মাধ্যমে আপনারা সহজেই একটি ব্যাংকিং সিস্টেম এর মধ্য থেকে অন্য একটি ব্যাংকে বা একটি ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম থেকে অন্য একটি ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্মে সহজেই অর্থ লেনদেন করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আলাদা করে কোনো ব্যাংকে একাউন্ট করতে হবে না। বিনিময় প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার যেকোনো ব্যাঙ্কের একটি একক অ্যাকাউন্ট, একটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (MFS) ব্যাঙ্ক, MFS,PSO, ইত্যাদি সব ধরনের তহবিল সংগ্রহ করার জন্য ব্যবহার করতে পারবেন।
কিভাবে বিনিময় একাউন্ট করবেন?
বিনিময় একাউন্ট করা খুবই সহজ। বিনিময় সাপোর্টেড যতগুলো মোবাইল ব্যাংকিং সেবা রয়েছে যেকোনো একটি সেবায় আপনি প্রবেশ করতে পারেন যেমন বিকাশ রকেট অথবা এমক্যাশ যেকোনো একটি অ্যাপ্লিকেশনে ঢুকে আপনি একাউন্ট করতে পারবেন।
বিকাশ অ্যাপ ব্যবহার করে বিনিময় রেজিস্ট্রেশন।
বিকাশ থেকে বিনিময় একাউন্ট করতে বিকাশ অ্যাপ্লিকেশন এ লগইন করুন তারপর একটু নিচে স্ক্রল করুন আপনি বিনিময় অপশন দেখতে পারবেন বিনিময় অপশনে ক্লিক করুন এবং ওকে চাপুন, register now বাটনে ক্লিক করুন তারপর আপনার email account এবং একটি user ID লিখুন ইউজার আইডি টি যদি মিলে যায় সেক্ষেত্রে ইউজার আইডি তে আপনি যেকোন সংখ্যা ব্যবহার করে একটি ইউনিক বা নতুন আইডি তৈরি করুন অবশেষে বিনিময় অ্যাকাউন্টের জন্য একটি ৬ সংখ্যার পিন নাম্বার সেট করুন এবং Ok ক্লিক করুন আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়ে যাবে।
রকেট অ্যাপ ব্যবহার করে বিনিময় রেজিস্ট্রেশন।
রকেট থেকে বিনিময় একাউন্ট খুলতে রকেট অ্যাপ্লিকেশনে লগইন করুন তারপর একটু নিচে লক্ষ করুন বিনিময় অপশনে যান এবং আপনার একটি ইমেইল আইডি দিন এবং একটি ইউজার আইডি লিখুন যদি ইউজার আইডি মিলে যায় সেক্ষেত্রে সংখ্যা অ্যাড করে একটি ইউনিক ইউজার আইডি তৈরি করুন তারপর ৬ সংখ্যার একটি গোপন পিন সেট করুন তারপর ওকে ক্লিক করুন আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়ে যাবে।
সেলফিন অ্যাপ ব্যবহার করে বিনিময় রেজিস্ট্রেশন।
সেলফিন থেকে বিনিময় একাউন্ট খুলতে সেলফিন অ্যাপ্লিকেশনে লগইন করুন টান্সফার নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করুন একটু নিচে স্ক্রল করুন এবং বিনিময় এ ক্লিক করুন তারপর ব্যবহারকারী নিবন্ধনের ক্লিক করুন, বিনিময়ের সম্পর্কে ক্লিক করে আপনি বিস্তারিত জানতে পারবেন তারপর আপনার নাম লিখুন এবং অ্যাকাউন্ট নির্বাচন করুন এবং ওকে ক্লিক করুন তারপর বিনিময়ের জন্য একটি ৬ সংখ্যার পিন নাম্বার সেট করুন তারপর ok ক্লিক করুন আপনার অ্যাকাউন্টটি সম্পন্ন হয়ে যাবে।
বিনিময় ব্যবহারের সুবিধা
বিনিময় ব্যবহারে অনেকগুলো সুবিধা রয়েছে ইতিমধ্যে বিনিময় অনেকগুলো ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত রয়েছে তাই আপনি খুব সহজে সবগুলো ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং প্লাটফর্মে আপনি বিনিময় ব্যবহার করে অর্থ লেনদেন করতে পারবেন। এখানে আপনাকে প্রতিটি ব্যাংকে অথবা প্রতিটি মোবাইল ব্যাংকিং প্লাটফর্মে একাউন্ট খোলার জামেলা পোহাতে হবে না। বর্তমানে বিনিময় বিকাশ, রকেট, এম ক্যাশ, মোবাইল ব্যাংকিং এর সাথে যুক্ত রয়েছে এবং সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ব্রাক ব্যাংক, মিচুয়াল ট্রাস্ট ব্যাংক ইত্যাদি বেশ কিছু ব্যাংকের সাথে সংযুক্ত রয়েছে। তাই আপনি সবগুলো ব্যাংক এবং মোবাইল ব্যাংক থেকে অর্থ লেনদেন সেবাটি সহজেই পাবেন।
বিনিময় ব্যবহারে সার্ভিস চার্জ কত?
বিনিময় ব্যবহারে আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে সেক্ষেত্রে বিকাশ রকেট এবং এমক্যাশে সার্ভিস চার্জ ধরা হয়েছে 5 টাকা প্রতি হাজারে এবং আপনার যেকো্নো ব্যাংকে লেনদেনের ক্ষেত্রে চার্জ করা হয়েছে 10 টাকা প্রতি হাজারে।
বিনিময় ব্যাবহার করে বিকাশ থেকে রকেট এ টাকা লেনদেন।
আপনি খুব সহজেই বিনিময় ব্যবহার করে বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করতে পারবেন সেক্ষেত্রে প্রথমে বিকাশ এপ এ লগইন করুন। তারপর বিনিময় অপশনে ক্লিক করুন তারপর ডিরেক্ট পে তে ক্লিক করুন এখানে আপনি অ্যামাউন্ট দিবেন তারপর রিসিভার ইউজার আইডি অর্থাৎ যার কাছে টাকা পাঠাবেন তার একটি ইউজার আইডি এখানে দিয়ে দিবেন। তারপর পারপাস অপশনে আপনি কি কারনে টাকা পাঠাচ্ছেন সেটি উল্লেখ করুন তারপর প্রসেস এ ক্লিক করুন আপনার টাকাটা ট্রান্সফার হয়ে যাবে।
এভাবে খুব সহজে আপনি বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করতে পারবেন, রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন, বিকাশ থেকে সেলফিনে টাকা ট্রান্সফার করতে পারবেন, সেলফিন থেকে রকেটে টাকা ট্রান্সফার করতে পারবেন অথবা বিকাশ রকেট সেলফিন থেকে যে কোন ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন খুব সহজে। আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো ফিরে আসবো নতুন কোন টপিক নিয়ে সেই পর্যন্ত টেক নিউজ ডটকমের সাথে থাকুন। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
5 মন্তব্যসমূহ
it so good article
উত্তরমুছুনthank You
মুছুনbest of best article
উত্তরমুছুনexcellent content
উত্তরমুছুনperfect content
উত্তরমুছুন