কিভাবে ব্লগার ওয়েবসাইট এর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবেন।

  • আমরা আমাদের ওয়েবসাইট এবং ব্লগ এর নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকি। অনেক সময় আমাদের অবহেলার কারণে বা ব্লগার ওয়েবসাইটের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত না করার কারণে আমাদের ওয়েবসাইট হ্যাক হয়ে যায়। তাই আজকে আপনাদের আমি কিছু পদক্ষেপ নিতে বলব যে পদক্ষেপ গুলো সঠিকভাবে মেনে চললে আপনি আপনার ওয়েবসাইট এবং ব্লগার সাইট অনেকাংশে হ্যাক হওয়া থেকে রক্ষা করতে পারবে এবং ব্লগার ওয়েবসাইটের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।


কম্পিউটারে ভালো মানের এন্টিভাইরাস ব্যবহার করুন।

অধিকাংশ মানুষ তাদের কম্পিউটারে বা ল্যাপটপে এন্টিভাইরাস ব্যবহার করার প্রয়োজন মনে করেন না। আপনি যদি আপনার ব্যবহার করা কম্পিউটার হ্যাকিং এর হাত থেকে বাঁচাতে চান তবে আপনার আজ থেকেই একটি ভালো মানের শক্তিশালী এন্টিভাইরাস ব্যবহার করা উচিত।  কারণ এন্টিভাইরাস আপনার ডিভাইসে সব ধরনের স্পাই সফটওয়্যার ইনস্টল কিংবা কী-লগার ইন্সটল করতে বাধা প্রদান করে। এন্টিভাইরাস আপনার কম্পিউটারে এই ধরনের সফটওয়্যার খুঁজে পেলে নোটিশের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে এবং ইন্সটল করা থেকে বাধা প্রদান করবে। তাই একটি ভালো মানের এন্টিভাইরাস ব্যবহার করুন এবং উক্ত এন্টিভাইরাসটি সময়ের সাথে সাথে সবসময় আপডেট করুন।

একাউন্টে টু-স্টেপ ভেরিফিকেশন সিস্টেম ব্যবহার করুন।

2-Step Verification এমন একটি সিস্টেম  যেটি ব্যবহার এর মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।  টু-স্টেপ ভেরিফিকেশন চালু থাকলে আপনার একাউন্টের user name এবং Password হ্যাকার জেনে গেলেও  সে আপনার অ্যাকাউন্টে লগ-ইন করতে পারবে না। তাই আপনি যদি এখনও এটি ব্যবহার না করে থাকেন তবে আপনার আজ থেকেই এই টু -স্টেপ ভেরিফিকেশন সিস্টেমটি ব্যবহার করা উচিত। যদি আপনার ওয়েবসাইটটি ব্লগারে থেকে থাকে তাহলে আপনি আপনার জি-মেইল অ্যাকাউন্টে গুগলের 2-Step Verification ব্যবহার করতে পারেন এবং আপনার ওয়েবসাইটটি যদি ওয়ার্ডপ্রেসে থাকে তবে সে ক্ষেত্রে আপনি গুগলের একটি প্লাগিন ব্যবহার করে টু-স্টেপ ভেরিফিকেশন ব্যবহার করতে পারেন।

শক্তিশালী ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করুন।

আপনারা নিশ্চয়ই ব্রুট ফোর্স অ্যাটাক সম্পর্কে অবগত রয়েছেন বা ব্রুট ফোর্স অ্যাটাক সম্পর্কে শুনেছেন। যদি জেনে বা শুনে থাকেন তবে অবশ্যই জানেন একটি একাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড স্ট্রং,শক্তিশালী থাকাটা  কতটা গুরুত্বপূর্ণ। এই ব্রুট ফোর্স অ্যাটাক এর মাধ্যমে বর্তমানে সারাবিশ্বে  প্রচুর পরিমাণে একাউন্ট হ্যাক হয়ে থাকে শুধুমাত্র সহজ পাসওয়ার্ড ব্যাবহার এর কারনে।  তাই আমাদের উচিত আমাদের একাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড এর পাশাপাশি আমাদের ইউজারনেম নতুন এবং শক্তিশালী করে দেওয়া উচিত। কখনোই সহজ ইউজারনেম এবং পাসওয়ার্ড ব্যবহার করা যাবেনা। এই ধরনের হ্যাকিং থেকে বাঁচতে হলে আমাদের কঠিন এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা উচিত এবং ইউনিক  ইউজারনেম ব্যবহার করা উচিত। কখনোই নিজের নামকে ইউজারনেম বানাবেন না  সব সময় ইউজারনেমের সাথে সংখ্যা বা স্পেশাল সিম্বল ব্যবহার করুন। 

ওয়েবসাইট এবং ব্লগ সবসময় ব্যাকআপ করে রাখুন।

সব সময় আপনার ওয়েবসাইট অথবা ব্লগ  ব্যাকআপ করে রাখুন। যদি কোন কারণে আপনার ওয়েবসাইট কিংবা ব্লগ সাইট হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট আপনি সহজেই ঠিক করতে পারবেন  যদি আপনার কাছে ওয়েবসাইটটির ব্যাকআপ থেকে থাকে।  কিন্তু যদি আপনার কাছে ব্যাকআপ না থাকে তবে আপনার অনেক ঝামেলা হতে পারে। তাই আপনার ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেস বা ব্লগার যা-ই ব্যবহার করেন না কেন সব সময় আপনার সাইটটির ব্যাকআপ নিয়ে রাখবেন।



পাবলিক ওয়াই-ফাই ব্যবহার থেকে বিরত থাকুন।

অনেকেই ফ্রি ওয়াইফাই পেলে কোনো কিছু না ভেবেই কানেক্ট করে ওয়াইফাই ব্যবহার করা শুরু করে।  কিন্তু এই ধরনের পাবলিক ওয়াই-ফাই মোটেও নিরাপদ নয়।  এমনকি আপনি যদি এ ধরনের পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করেন তবে আপনার নিরাপত্তার জন্য অবশ্যই একটি ভিপি-এন ব্যবহার করুন এবং সব ধরনের একাউন্টে লগ-ইন করা থেকে বিরত থাকুন।  যদিও এ ধরনের ওয়াইফাই থেকে হ্যাকিং হওয়ার সম্ভাবনা খুবই কম তারপরও ঝুঁকি থেকে যায়। তাই খুব ইমারজেন্সি না হলে এই ধরনের পাবলিক ফ্রি ওয়াই-ফাই ব্যবহার থেকে বিরত থাকুন এবং শুধুমাত্র ডাউনলোডের ক্ষেত্রে এটি ব্যবহার করুন এবং যথাসম্ভব ভিপি-এন ব্যবহার করে এই ধরনের ফ্রি ইন্টারনেট বা ফ্রি ওয়াইফাই ব্যবহার করুন এবং আপনার একাউন্ট এর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করুন।

ক্র্যাক থিম ব্যবহার করা থেকে বিরত থাকুন।

প্রতিটি ব্লগার বা ওয়েবসাইটের মালিক তার ওয়েবসাইটটিকে আলাদাভাবে এবং সুন্দর করে ডিজাইন করতে চান।  আপনিও নিশ্চয়ই আপনার ওয়েবসাইট কে একটি সুন্দর ডিজাইন দিতে চান অথবা আপনি একটি সুন্দর ডিজাইন আপনার ওয়েবসাইটে করেছেন।  কিন্তু কিছু মানুষ অল্প কিছু টাকা বাঁচানোর জন্য  একটি ক্র্যাক  থিমের ব্যবহার করে, যা সহজেই ফ্রিতে বিভিন্ন সাইটে পাওয়া যায় আপনি যদি এটি করেন বা করে থাকেন তবে আপনার উচিত আজকেই আপনার থিম টি পরিবর্তন করা। কারণ এটির মাধ্যমে খুব সহজেই আপনার সাইটটি হ্যাক হতে পারে।  আপনি যদি একটি পেইড থিম ব্যবহার করেন তবে আপনার এটি কিনে ব্যবহার করা উচিত অন্যথায় আপনি যেকোন ফ্রি থিম ব্যবহার করতে পারেন এ ক্ষেত্রে ঝুঁকি অনেক কমে যায়।  কখনোই ক্র্যাক করা থিম ব্যবহার করবেন না। 

উপরের সকল পদক্ষেপ গুলো মেনে চললে এবং ফলো করলে আপনি আপনার ওয়েব সাইট অথবা ব্লগ সাইট এর সর্বোচ্চ নিরাপত্তা কিংবা হ্যাক হওয়া থেকে বাঁচাতে পারবেন। আশা করি  আপনারা  উপরের পদক্ষেপগুলো গ্রহণ করার মাধ্যমে আপনাদের ওয়েবসাইট বা ব্লগার সাইট এর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবেন।  তারপরও আপনাদের বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।  আমরা সর্বদা চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য।  সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো ফিরে আসবো নতুন কোনো আরটিকেল নিয়ে।  এ ধরনের টিপস-এন্ড-ট্রিকস পেতে SohojTech এর সাথে থাকুন ধন্যবাদ।

আরও পড়ুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ