কম দামে ইলেকট্রনিক্স ডিভাইস কেনার সেরা সময় কখন?

ইলেকট্রনিক্স ডিভাইস বা গ্যাজেট সকলেরই পছন্দ।  কাজের প্রয়োজনে অথবা শখের জন্য আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা গ্যাজেট ক্রয় করে থাকি।  আমরা সবসময়ই চাই যেনো আমরা আমাদের ইলেকট্রনিক্স এর গ্যাজেট বা ডিভাইসগুলো যেনো আমরা  কম দামে ক্রয় করতে পারি।  তাই আজকে আমি আপনাদের জানাব কম দামে ইলেকট্রনিক্স এর ডিভাইস বা গ্যাজেট কেনার সেরা সময় কখন।  চলুন কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে চলে যাই।


কম দামে ইলেকট্রনিক্স ডিভাইস কেনার সেরা সময় কখন?

আমাদের জন্য নতুন সকল ইলেকট্রনিক্স পণ্য যেমন কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্ট-ওয়াচ, ট্যাব  ইত্যাদি কেনাটা ব্যয়বহুল হতে পারে। তাই আমাদের এমন সময় এই ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা গ্যাজেটগুলো কিনতে হবে, যখন সেটির দাম থাকবে তুলনামূলকভাবে অনেক কম।সাধারণত ইলেকট্রনিক্স পণ্য গুলোর দাম সর্বদাই পরিবর্তনশীল হয়ে থাকে। এক্ষেত্রে বার্ষিক বিক্রয় বা নতুন কোনো হার্ডওয়ার লঞ্চ করার সময় বেশির ভাগ ছাড় দেখা যায়। এই সময়টা আপনার জন্য উপযুক্ত হতে পারে। যাইহোক আপনি এ ধরনের পণ্যের দাম কমার প্রতি লক্ষ্য রাখতে পারেন যখন এগুলোর দাম কমে আসবে। আর আপনার জন্য যদি উক্ত পণ্যটি খুবই জরুরী হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অপেক্ষা না করে কিনে নিতে পারেন। 

আর অন্যদিকে আপনি যদি এ ধরনের পণ্য ডিসকাউন্টে অথবা কম প্রাইজে কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করতে হবে।  প্রত্যেক বছরে একটি নির্দিষ্ট সময়ে ইলেকট্রনিক্স এর সকল পণ্য বা ডিভাইস কিংবা গ্যাজেট বিশাল পরিমাণে ডিসকাউন্ট দেয়া হয়। তাই আমাদেরকে এসকল দিনগুলো ব্যাপারে জানতে হবে যাতে আমরা সেই সময়ে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো কিনতে পারি।

ফ্ল্যাশ সেল এবং প্রাইস ট্রাকিং

আপনার জন্য ফ্ল্যাশ সেল একটি ভালো দিন হতে পারে। বছরের  বেশিরভাগ সময়ই বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের সাইটগুলোতে ফ্ল্যাশ  সেলস হয়ে থাকে।  আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন অ্যামাজন এবং দারাজ এর মত ওয়েবসাইটগুলোতে বিক্রেতারা তাদের পণ্যের উপর ডিসকাউন্ট দিয়ে থাকে। এসব প্রোডাক্ট এর ভেতরে আপনার পছন্দের ইলেকট্রনিক্স পণ্য গুলো বাছাই করে নিতে পারবেন।  অনেক সময় ফ্ল্যাশ সেলে ম্যানুফ্যাকচারাররা তাদের নির্দিষ্ট একটি মডেলে বিশাল অংকের ডিসকাউন্ট দেয়া থাকে।  আপনি যদি রেগুলার কম দামে  ইলেকট্রনিক্স পণ্য কিনতে চান তবে ফ্ল্যাশ সেল আপনার জন্য বেস্ট হবে।

ব্ল্যাক ফ্রাইডে সেল।

আপনারা নিশ্চয়ই ব্ল্যাক ফ্রাইডে সম্পর্কে অবগত রয়েছেন। বছরের ব্ল্যাক ফ্রাইডেতে  বিশ্বের নামিদামি বড় বড় কোম্পানিরা  বিশাল আকার ছাড়, ডিসকাউন্ট, ক্যাশব্যাক ইত্যাদি দিয়ে থাকে।  প্রায় সব ধরনের ইলেকট্রনিক্স এর পণ্য বা ইলেকট্রনিক গ্যাজেট বা ইলেকট্রনিক ডিভাইস  এর উপরে তখন ডিসকাউন্ট দেওয়া থাকে। বছরের এই দিনটাতে প্রচুর পরিমাণে সেল হয়ে থাকে  ব্ল্যাক ফ্রাইডে সেল  থেকে আপনি আপনার পছন্দের পণ্য বা পছন্দের ডিভাইস  অনেক কম দামে ক্রয় করতে পারবেন। 

স্পেশাল ডে অফার 

ইলেকট্রনিক্স এর সব ধরনের পণ্য স্পেশাল কিছু ডে তে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিয়ে থাকে।  আপনারা লক্ষ্য করলে দেখবেন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় ঈদের আগে প্রায় সব ধরনের পণ্যে ডিসকাউন্ট দিয়ে থাকে। আর এজন্য আপনি দেখবেন যে প্রত্যেক কোরবানির ঈদের আগে রেফ্রিজারেটর কেনার ক্ষেত্রে বিশাল অংকের অফার দেয়া থাকে ৫০ পার্সেন্ট ক্যাশব্যাক অফার দেখা যায়।  যাইহোক দেশভেদে এ ধরনের অফার বিভিন্ন রকম হতে পারে।  বিভিন্ন দেশে বিভিন্ন ইভেন্টে বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে এবং ভারতের ক্ষেত্রে এ ধরনের অফার লক্ষ্য করা যায়।  আপনি যে কান্ট্রিতে বসবাস করেন সেই কান্ট্রি যে সকল কান্ট্রিতে যত ইভেন্ট রয়েছে সে সকল ইভেন্টে লক্ষ রাখুন  আশা করি এ ধরনের অফার আপনারা পেয়ে যাবেন।

কোন একটি পণ্যের ডিসকাউন্ট পদ্ধতি ভিন্ন ভিন্ন রকম হতে পারে। এ ক্ষেত্রে যেমন ট্রেডিশনাল ডিসকাউন্ট ক্যাশব্যাক অফার , ভাউচার কোড,  ইএমআই অফার,  রেফারেল অফার,ইত্যাদি। তাই সব ধরনের স্পেশাল ডে তে আপনাদের লক্ষ রাখতে হবে তাদের ওয়েবসাইটে এবং সবসময় চেক করতে ভুলবেন না। আপনি অবশ্যই তাদের পণ্য বিক্রয়ের অফার সম্পর্কে নজর রাখবেন।

পন্যের স্টক শেষ করার জন্য অফার।

বর্তমানে বিভিন্ন পণ্যের ওপর এ ধরনের অফার গুলো অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন কারণে তাদের কোম্পানির স্টক বা নির্দিষ্ট পণ্যের উপর  নির্দিষ্ট সময়ের জন্য বিশাল আকারে ডিসকাউন্ট অফার করে থাকে।  এ ধরনের ডিসকাউন্ট গুলো অস্বাভাবিকভাবে আসতে পারে।  এ ধরনের ডিসকাউন্ট গুলো সাধারণত হঠাৎ করে কিছুক্ষণ সময়ের জন্য আসে আবার কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে।  কোম্পানি তাদের নির্দিষ্ট একটি মডেলের উপর নির্দিষ্ট পরিমাণে ডিসকাউন্ট অফার করে থাকে।  সাধারণত কোম্পানি তাদের নির্দিষ্ট স্টক দ্রুত শেষ করার জন্য এ ধরনের ডিসকাউন্ট অফার গুলো প্রদান করে থাকে। যদি  আপনি এ ধরনের অফারে লক্ষ রাখেন আর যদি আপনার উক্ত পণ্যটি আপনার চাহিদা পূরণ করতে সক্ষম হয় তবে আপনি পণ্যটি ক্রয় করতে পারেন । আর যদি উক্ত পণ্যটি আপনার চাহিদা পূরণ করতে সক্ষম না হয় তবে আপনি অন্য কোন মডেল বা অন্য কোন অফার চেক করতে পারেন অথবা অন্য কোন ব্র্যান্ডের মডেল গুলো আপনি কম দামে বেছে নিতে পারেন।

নতুন মডেল বা হার্ডওয়্যার রিলিজ।

আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে  বাজারে নতুন কোনো মডেল বা হার্ডওয়্যার রিলিজ হলে পুরনো মডেল বা হার্ডওয়্যারগুলোর দাম অনেকাংশে কমে আসে। কোম্পানিগুলো যখন নতুন কোনো মডেল বাজারে রিলিজ করে তখন পুরনো  মডেলের স্টক  গুলোতে ছার দেওয়া শুরু করে।  আর আপনি সেই সুযোগকে কাজে লাগাতে পারেন। যদিও বিভিন্ন ম্যানুফ্যাকচার কম্পানি গুলো বিভিন্ন সময়ে তাদের নতুন ডিভাইস বাজারে ছাড়ে। তাই তারা কোন সময়ে তাদের নতুন পণ্য বাজারে ছাড়বে এবং আপনি ডিসকাউন্ট দিয়ে কিনতে পারবেন তা সঠিক বলা সম্ভব না। তবে সাধারণত নতুন প্রোডাক্ট গুলো বসন্ত অথবা বছরের মাঝামাঝি সময়ে রিলিজ করে থাকে এক্ষেত্রে আপনাকে বছরের মাঝামাঝি সময়ে বাজারে লক্ষ রাখতে হবে 

আমরা সকলেই চাই কম দামে  ইলেকট্রনিক্স পণ্য ক্রয় করতে তবে ইলেকট্রনিক্স পণ্যের কোম্পানিগুলো সব সময় কম দামে প্রোডাক্ট সেল করে থাকে না। এক্ষেত্রে তারা বছরের নির্দিষ্ট কিছু সময় অথবা কোনো বিশেষ দিনে তাদের প্রোডাক্ট এর ডিসকাউন্ট দিয়ে থাকে। আমাদের কমদামে এ ধরনের জিনিস বা ইলেকট্রনিক্স ডিভাইস কিনতে হলে অবশ্যই সেইসব দিনগুলোতে নজর রাখতে হবে যাতে করে আমরা কম দামে ইলেকট্রনিক্স ডিভাইস বা গ্যাজেটগুলো ক্রয় করতে পারি। তাই সাশ্রয়ী মূল্যে ইলেকট্রনিক্স ডিভাইস বা পন্য ক্রয় করতে চাইলে আপনি উপরের ট্রিক্সগুলো  অনুসরণ করতে পারেন।
আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো ফিরে আসবো নতুন কোন টপিক নিয়ে। সেই পর্যন্ত  sohojtech.com এর সাথেই থাকুন।  ধন্যবাদ

আরও পড়ুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ