বাংলাদেশি গেইমস এর ইতিহাস | History of Bangladeshi Games

হ্যালো বন্ধুরা স্বাগতম জানাই sohojtech ওয়েব সাইটে, কেমন আছেন সবাই আশা করি সকলেই ভাল আছেন আজকে আমি আপনাদের জানাব বাংলাদেশের ভিডিও গেমস এর ইতিহাস এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে। আমরা অনেকেই জানি বাংলাদেশ ইতিমধ্যে অনেকগুলো ভিডিও গেমস রয়েছে এর মধ্যে রয়েছে ব্যাটেল রয়েল, রয়েছে মাল্টিপল, রয়েছে কিডস গেমস, যেগুলো বর্তমানে প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে যেগুলো আমরা অনেকেই খেলেছি আবার অনেকেই হয়তো আমরা সেগুলোর নাম ও জানিনা । তাই আজকে আমরা বাংলাদেশের গেমিং দুনিয়া সম্পর্কে জানব এবং এখন পর্যন্ত সেরা কিছু বাংলাদেশি গেইম এর রিভিও দেখব।



বাংলাদেশি গেইমস এর ইতিহাস

২০০২ সাল থেকে বাংলাদেশি গেইম এর যাত্রা শুরু করে কিন্ত তখন বাণিজ্যিকভাবে লাভবান বা সফল হতে পারেনি, তখন গেইমস এর বিকাশ তেমন ছিলোনা। ২০১১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম ভিডিও গেম ডেভেলপমেন্ট সংস্থা অ্যাপল সফট আইটি এর মধ্য দিয়ে যাত্রা শুরু করে। তারপর ২০১৪ সালে বাংলাদেশি গেইমস বিকাশ হতে শুরু করে এবং বাণিজ্যিকভাবে পা বাড়ায় এবং এতে তারা সফল ও হয়। এই ধারায় বাংলাদেশ ভিডিও গেমস ডেবলাপমেন্ট বিভিন্ন আইটি সংস্থার সাথে গবেষনা করে কিভাবে গেইমস খাতকে আরো উন্নতি করা যায়। বাংলাদেশের সর্বপ্রথম আর্কেড গেমস মাধ্যমে ভিডিও গেম চালু হয় সেটা ১৯৯০ এর দশকের শেষে তবে ২০১০ এর গোড়ার দিকে স্থানীয় ভিডিও গেমের বিকাশ হয় তখন ঢাকার রাস্তায় দৌড় ভিডিও গেম ঢাকা প্রথম থ্রিডি গেম প্রচার করা হয়। গেমটি কম্পিউটার বিজ্ঞানের দুই শিক্ষার্থী দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং ২০০২ সালের স্বাধীনভাবে প্রবর্তন হয়েছিল। এবং এই গেইমটি দেশজুড়ে গেমারদের সারা পেয়েছিল এবং শেষ পর্যন্ত স্থানীয় গেমগুলোর ডেভলপমেন্ট সেক্টর চালু হয়ে যায়।

এরই এক বছর পর চট্রগ্রামের কিছু ছাত্ররা রেসিং গেমস এ অনুপ্রাণিত হয়ে  চট্টগ্রামের কম্পিউটার বিজ্ঞানের  ছাত্ররা চট্টগ্রাম রেসিং গেইম গড়ে তুলেছিলো। এরপরই ২০০৪ সালে ফার্স্ট পারসন শুটার নামে একটি গেম বাংলাদেশে প্রচুর পরিমাণে সাড়া ফেলে আর এর থেকে শুরু হয় বাংলাদেশে বাণিজ্যিকভাবে গেমস ডেভলপমেন্ট বিভাগের  উন্নতি। এই গেমটি তৈরি করা হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনা অবলম্বনে। এবং এই গেইমস টি প্রথম বাংলাদেশের খেলা হয় যে কারনে এটি ব্যাপক প্রশংসা পেয়েছিল এবং বিকাশের একটি নতুন অধ্যায় শুরু হয় ২০১২ সালে বিশ্ববিদ্যালয় একদল শিক্ষার্থী এরিয়াল মাল্টিপ্লেয়ার ডগ ফাইট নামে একটি গেমস তৈরি করে। তারাই বিশ্বের জন্য কম্পিউটারের প্রথম বৃহত্তর মাল্টিপ্লেয়ার অনলাইন গেম বলে দাবি করেছিল শরীরের গতিবিধি এবং ভয়েস কমান্ড প্রতিক্রিয়া জানাতে ২০১৬ সালের পর ২০০৪ সালে প্রথম পেশাদার গেম ডেভেলপমেন্ট বাংলাদেশ গঠিত হয় যার নাম ছিল টিম ৭১ আর তারাই বাংলাদেশ মুক্তিযুদ্ধের ভিত্তিতে ‘লিবেরেশন ৭১’ নামে প্রথম ফার্স্ট পারসন শুটার গেম ঘোষণার মাধ্যমে তাদের যাত্রা শুরু করে।



বাংলাদেশি গেইমস এর বর্তমান পরিস্থিতি

বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে রয়েছে এগুলোর বেশিরভাগই আমরা জানি না, আবার অনেকেই আছি যারা বাংলাদেশি গেম সম্পর্কে অনেক কিছুই জানি এবং বাংলাদেশী কিছু কিছু গেম রয়েছে যেগুলো আমরা এখনো খেলে থাকি। বাংলাদেশে বর্তমানে অনেকগুলো গেম ডেভেলপমেন্ট কোম্পানি রয়েছে তার মধ্যে টিম ৭১ কোম্পানিটি আমাদেরকে বেশকিছু গেমস উপহার দিয়েছে। যেমন হিরুস ৭১ এই গেইমস টি বাংলাদেশের মুক্তিযোদ্ধ কে কেন্দ্র করে বানানো হয়েছিলো তার পর মুক্তি কেম্প নামে আরো একটি অসাধারন গেইম বানিয়ে তারা রিতিমতো হইচই ফেলে দিয়েছিলো অসাধারন গ্রাফিক্স আর বাংলার সুন্দর পরিবেশ এই গেইমগুলুতে ফোটিয়ে তুলেছে। তাই বাংলাদেশের সেরা গেইম এর তালিকায় টিম ৭১ এর গেইমগুলোই স্থান পেয়েছে।

বর্তমানে আমি বা আমরা বাংলাদেশের গেইমসগুলো হয়তো অনেকেই খেলি না আমরা পছন্দ করি বিদেশি গেইম ফ্রি ফায়ার পাবজি এগুলো কিন্তু আমরা এসকল গেইম খেলতে খেলতে ভুলেই গেছি। যে বাংলাদেশের বানানো খুভ সুন্দর সুন্দর গেইমস রয়েছে । হয়তো গেইম কোয়ালিটি এত ভালো না , তারপরেও বাংগালি হিসেবে তাদের সাপুর্ট দেওয়ার জন্নে হলেও বাংলাদেশি গেইমগুলো আমাদের একবার খেলা দরকার এবং ভাল একটা ফিডবেক দেওয়া দরকার, আমাদের দেশের বানানো গেইমগুলো সম্পর্কে সকলের জানা দরকার তাই এই আরটির্কেল টি সবার মাঝে শেয়ার করুন যাতে সকলেই গেইমগুলো সম্পর্কে জানতে পারে। নিচে বাংলাদেশের সেরা কিছু গেইম এর নাম দেওয়া আছে চাইলে ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে।


 

বাংলাদেশি আপকামিং গেইম এনহেলিউশন

যে গেমটি খুভ শিগ্রই শুভমুক্তি পেতে চলেছে যেটা ২০২১ সালের শুরুতে মুক্তি পাবার কথা কিন্তু করুনার কারনে পিছিয়ে গিয়েছে আশা করা যায়। এই গেইমটি খুভ তারাতারি আমরা পেয়ে যাব। এই গেইমটি গেমারদের কাছে খুভ সারা ফেলবে বলে মনে করা হয়। এটি একটি মাল্টিপল গেইম এবং বাংলাদেশি মেপ এ খেলা যাবে তাছারা আরো অনেক চমক অপেক্ষা করছে গেম লাভারদের জন্ন। গেইমটি সম্পর্কে আর বিস্তারিতো জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি এই গেইম নিয়ে আরোন একটি আর্টিকেল লেখার চেষ্টা করব । গেইমটি বর্তমানে গেইমটির প্রি রেজিস্ট্রেশন চলছে চাইলে আপনারা রেজিস্ট্রেশন করে রাখতে পারেন নিচে লিংক দেওয়া আছে । এখানে ক্লিক করুন Annihilation Mobile


বাংলাদেশের সেরা গেইম সমূহ

  • Zero Hour
  • Heroes 71
  • Mukti camp
  • Swiperoo
  • Dhaka racing
  • Kanamachi
  • Ten patti
  • zetFly
  • liberation 71
  • nunta
  • arunodoyer agnishikha

আজকে এই পর্যন্তই ভালো থাকবেন শুস্থ থাকবেন আর sohojtech এর সাথেই থাকবেন। আর্টিকেল টি ভালো লাগলে বন্ধুদের সাথে সেয়ার করবেন । আর্টিকেল সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। thank You_


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ